ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৭ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে পুলিশ। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় বাসস্ট্যান্ডের আরও ১০টি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পুখুরিয়া বাসস্ট্যান্ড ও বাজার নিয়ন্ত্রণ করেন মহাসড়কের পূর্ব পাশে মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা, খাঁকান্দা নাজিরপুর ও মৃধাকান্দার লোকজন। অন্যদিকে বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন রাস্তার পশ্চিম পাশের হামিরদী ইউনিয়নের মৌজা মহেশ্বরদী গ্রামের লোকজন। মঙ্গলবার সকালে বাসস্ট্যান্ডের মহেশ্বরদী রাস্তার মুখে অটোবাইক রাখায় রাস্তাজুড়ে যায় তখন ব্রাহ্মণকান্দা গ্রামের ইয়াকুব মাতুব্বর গ্রুপের ফজলে খালাসী অটোবাইক সরিয়ে রাস্তা ক্লিয়ার রাখতে বলেন। এ নিয়ে তার সঙ্গে অটোচালকের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। সেই জের ধরে মৌজা মহেশ্বরদী গ্রামের জাহিদ শেখ ও আক্তার শেখের নেতৃত্ব তারা ফজলে খালাষী ও তার ছেলেদের গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য মহড়া দেয়। তখন এলাকার মুরুব্বিরা বিষয়টি সন্ধ্যায় মীমাংসা করে দেওয়ার কথা বলেন।

কিন্তু মহেশ্বরদীর জাহিদ ও আক্তার সালিশ অমান্য করে মাইরের প্রতিশোধ নিতে তারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, ঢাল সরকি, কাতরা ও ইট পাটকেল নিয়ে সঙ্গবদ্ধ হয়ে ওদের ধাওয়া করে। তখন পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা ও খাঁকান্দা নাজিরপুর, মৃধাকান্দা গ্রামের লোকজন এক হয়ে তারাও সংঘবদ্ধ হয়। এসময় উভয় গ্রুপের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

মহেশ্বরদী গ্রামের লোকেরা বাসস্টান্ডে উঠে দোকান পাটে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ বাসস্ট্যান্ড ও বাজার রক্ষার্থে ব্যাপক লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালিয়ে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তখন উভয় দলের আটজনকে ঘটনাস্থল থেকে আটক করেন। এ সময় ৫ জন পুলিশসহ অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা হাসপাতালে ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমার পাঁচজন পুলিশ আহত হয়েছেন। আমরা পুলিশ বাদী হয়ে উভয় গ্রুপের নামে মামলা করা হবে। বর্তমান বাজার রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

বিপাকে স্বরা ভাস্কর

১০

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১২

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১৩

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১৪

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৫

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৬

মোদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৭

কেবিন ক্রুদের আসল কাজ কী

১৮

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

২০
X