দিনাজপুরের ফুলবাড়ীতে চার দিনের ব্যবধানে পাইকারী ও খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে দেশি কাঁচা মরিচের দাম। চলতি শীত মৌসুমে কাঁচা মরিচের বাম্পার ফলন হওয়ায় হাটবাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পৌর বাজার ঘুরে দেখা যায়, চার দিন আগে দেশি কাঁচা মরিচ প্রকারভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই কাঁচা মরিচ প্রকারভেদে পাইকারি বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা প্রকারভেদে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচা মরিচ কিনতে আসা পৌরশহরের কাঁটাবাড়ি এলাকার রনি প্রসাদ বলেন, চার দিন আগে কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে ৫০০ গ্রাম কিনেছিলাম। আজ দাম কমায় এক কেজি কিনেছি ৪৫ টাকা দিয়ে।
খুচরা বিক্রেতা শাহ জামাল বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম কমে আসায় খুচরা বাজারেও দাম কমে এসেছে। এতে করে বিক্রিও বেড়েছে আগে থেকে।
পাইকারি ব্যবসায়ী শামসুল ইসলাম ও মিলন মিয়া বলেন আবহাওয়া ভালো হওয়ায় পার্শ্ববর্তী বিরামপুর, পাঁচবিবিসহ বিভিন্ন এলাকা থেকে ফুলবাড়ীতে বিপুল পরিমাণে কাঁচা মরিচ আমদানি হওয়ায় দাম কমে আসছে। আমদানি বাড়লে কম দামে কিনতে পারা যায় বলেই খুচরা বাজারেও কম দামে বিক্রি করা সম্ভব হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে, যাতে কেউ কোনো ধরনের নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে মুনাফা লুটতে না পারে।
মন্তব্য করুন