চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। কয়েদির নাম আবুদ কালাম (২৯)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
কালাম মাদক সেবনের অপরাধে কারাগারে একমাসের সাজা ভোগ করছিল। কালাম ভোলাহাট উপজেলা তেলিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম। তিনি বলেন, কারাগারের ভেতরে শুক্রবার সকাল সোয়া টার দিকে আবুল কালাম বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
মাদক সেবনের অপরাধে গত ২১ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ১ মাসের সাজা ভোগ করছিল সে। আগামী ২০ ফেব্রুয়ারি তার সাজা শেষ হতো। আর ১০ দিন পরেই কারাগার থেকে ছাড়া পেত।
মরদেহ ময়নাতদন্তের পর বিকেল সাড়ে ৩টার দিকে বাবা ও স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন