এসএসসি পরীক্ষার ঠিক আগের দিন মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফেরদৌস নামের এক পরীক্ষার্থীর। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের চাপিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস (১৬) কসবা পৌর শহরের চড়নাল গ্রামের হামদু মিয়ার ছেলে। হামদু মিয়া কসবা ইসলামী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকুরি করেন। ২ ভাই ১ বোনের মধ্যে নিহত ফেরদৌস সবার বড়। ফেরদৌসের অকাল মৃত্যুতে তার পরিবার, স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ফেরদৌস কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে দোয়া নেওয়ার জন্য পার্শবতী আখাউড়া উপজেলার টনকি গ্রামে মামার বাড়ি গিয়েছিল। সেখান থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে চাপিয়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত হয়ে ফেরদৌস রাস্তায় পরে থাকলে পথচারীরা উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আলম সিদ্দিকী তাকে মৃত বলে ঘোষণা করেন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান জানান, ফেরদৌস বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ছিল। সে একজন মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
এ দিকে এলাকাবাসীরা জানান, কসবায় ট্রাক্টর ও ট্রলি অবৈধভাবে রাস্তায় বেপরোয়া চলাফেরার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা এসব ট্রাক্টর ও ট্রলি রাস্তায় চলাফেরা বন্ধ করার বিষয়ে প্রশাসনের নিকট জোর দাবি জানান।
মন্তব্য করুন