যশোরের মনিরামপুর পৌরশহরের কাঁচা বাজারের ছাউনি চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটি ঝুকিপূর্ণ হলেও এর ভেতরে অবস্থানকারী প্রায় অর্ধশত ব্যবসায়ী চালিয়ে যাচ্ছেন বেচাকেনা। বৃষ্টি এলে টিনের চালা চুইয়ে পানি পড়ে। পিলারে ধরেছে বড় বড় ফাটল। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ কারণে অনেকেই চান্নি থেকে বের হয়ে বাইরে তাবু টানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। দ্রুত নতুন চান্নি তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, ৯৬ সালে মনিরামপুর পৌরসভা প্রতিষ্ঠার আগে ইউনিয়ন পরিষদ থাকাকালিন ৮০’র দশকে এ কাঁচা বাজারের চান্নিটি নির্মিত হয়। নির্মাণের পর চান্নিতে প্রায় ৫০ জন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু নির্মাণের প্রায় ৫০ বছর পার হলেও আজও চান্নিটি পুননির্মাণ হয়নি। বর্তমানে চান্নিটির পিলারের পলেস্তারা খসে পড়ে চিকন হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। বিপজ্জনক হয়ে দাড়িঁয়েছে চান্নিটি এখানকার ব্যবসায়ীদের জন্য। জেনে বুঝে তবুও ঝুকিঁ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকেই। যে কোনো সময় চান্নিটি ধ্বসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কায় অনেকে চান্নি হতে বের হয়ে বাইরে তাবু টানিয়ে ব্যবসা করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, তার বাবা আগে এখানে ব্যবসা করতেন। বর্তমানে তিনি করেন। চান্নির বেহাল দশা, তাই বাইরে তাবু টানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
খুচরা সবজি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চান্নির অবস্থা খারাপ, তাই তিনিও বাধ্য হয়ে বাইরে তাবু টানিয়ে ব্যবসা করছেন। চান্নি পুননির্মাণ হলেই তারা সেখানে চলে যাবেন।
চান্নি পুননির্মাণ দাবী জানিয়েছেন খুচরা সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি হাসেম আলী।
মনিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান বলেন, অচিরেই চান্নি পুননির্মাণের কাজ শুরু হবে।
মন্তব্য করুন