লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মাদ্রাসা ছাত্রকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর মাদ্রাসার পক্ষ থেকে নানা আয়োজনে তাদের সম্মানিত করা হয়। পরে ফুলের মালা পড়িয়ে সুসজ্জিত মাইক্রোবাসে বাড়িতে পৌঁছে দেয় মাদ্রাসা কমিটি।
হাফেজ ছাত্ররা হলেন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের শামসুল হকের ছেলে মো. রমজান আলী ও সফিকার রহমানের ছেলে মো. আব্দুর রহমান। তারা উপজেলার দিঘিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়ার ছাত্র।
এলাকাবাসী ও মাদ্রাসা কমিটি সূত্রে জানা গেছে, দুই বছর আগে রমজান আলী ও মো. আব্দুর রহমান ওই মাদ্রাসায় ভর্তি হয়। পরে দেড় বছরের মাথায় হাফেজ হন তারা। অল্প সময়ে তাদের এ সাফল্যে খুশি মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা। তাই হাফেজদের সম্মান জানাতে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে তাদের অনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ফুলের মালা পড়িয়ে বিভিন্ন উপহারসামগ্রী হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কমিটির সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, সম্পাদক শামসুল হক বাবু, শিক্ষক হাফেজ ইমানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন