দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে নেত্রকোনার ড. নাদিয়া বিনতে আমিনের নাম রয়েছে।
ড. নাদিয়া বিনতে আমিন একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান, নারী উদ্যোক্তা, সমাজকর্মী হিসেবে কাজ করে আসছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের বাশাটি গ্রামে।
তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত এ এফ আমিনুল ইসলাম তারা মিয়া।
তিনি ১৯৮০ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ১৯৮২ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং আইবিএ থেকে এমফিল ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
সংরক্ষিত নারী আসনে নেত্রকোনার ড. নাদিয়া বিনতে আমিন আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় জেলা ও নিজ উপজেলার নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মন্তব্য করুন