বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিককে হাত-পা বেঁধে নির্যাতন

বড়াল নদীর শ্মশান ঘাটের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিক তন্ময় দেবনাথকে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
বড়াল নদীর শ্মশান ঘাটের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিক তন্ময় দেবনাথকে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘায় সরকারি রাস্তার পাশে অবৈধভাবে গাছ কাটতে বাধা দেওয়ার জেরে সাংবাদিক তন্ময় দেবনাথকে হাত-পা বেঁধে নির্যাতন ও মারধরের পরে রাস্তার ফেলে রাখার অভিযোগ উঠেছে।

গত ২১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উপজেলার আড়ানী পৌরসভাধীন বড়াল নদীর শ্মশানঘাটের পাশ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সাংবাদিক তন্ময় দেবনাথ জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি ও বাঘা রিপোর্টার্স ক্লাবের সদস্য।

এ ঘটনায় সাংবাদিক তন্ময় দেবনাথ বাদী হয়ে ওই ঘটনায় সরাসরি জড়িত ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বাঘা থানায় একটি অভিযোগ করেন।

সাংবাদিক তন্ময় জানায়, রাত সাড়ে ৯টার দিকে আড়ানী বাজার থেকে নিজ বাড়িতে (যোতরঘু) ফিরছিলেন তিনি। আড়ানী পৌরসভা ২নং ওয়ার্ড যোতরঘু গ্রামের মৃত হজরতের ছেলে ইসলাম তাকে দাঁড় করিয়ে কথা বলা শুরু করে। কথা বলার একপর্যায়ে পরিকল্পিতভাবে রাশিদুল, ইমদাদুল, নান্টু ও রায়হান ঘটনাস্থলে চলে আসে। তন্ময় কিছু বুঝে ওঠার আগেই একই গ্রামের মৃত ইসতাহিনের ছেলে রাশিদুল তার মুখ চেপে ধরে (যাতে চিৎকার করতে না পারে)। এরপর অন্যরা সবাই মিলে জোরপূর্বক তন্ময়ের শরীরের জ্যাকেট খুলে নেয় এবং সেই জ্যাকেট ছিড়ে তাকে পিচমোরা দিয়ে দুই হাত ও পা দুটি বেঁধে মুখের মধ্যে মাথায় থাকা টুপি ঢুকিয়ে দেয়। এরপর রাস্তার পাশে খাদের জঙ্গলে নিয়ে বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রাস্তার ওপরে থাকা নাম না জানা আরও কয়েকজন তাদের রাস্তায় পথচারীর উপস্থিতির কথা জানালে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। সাংবাদিক তন্ময়ও নির্যাতন ও মারপিটের কারণে অচেতন হয়ে পড়ে।

তন্ময় দেবনাথ আরও বলেন, আমি পেশায় সাংবাদিক। গত ৯ ফেব্রুয়ারির আমাদের বাড়ির পাশের রাস্তার সরকারি একটি গাছ কাটতে দেখি ইমদাদুলকে। আমি তাকে বলি গাছটি সরকারি আপনি কাটছেন কেন। এ কথা শুনে সে আমাকে মারার জন্য তেড়ে আসে। এরপর এ বিষয়ে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। এ ছাড়াও সে আগে থেকেই বিভিন্নভাবে আমাকে মারার জন্য ভয়ভীতি দেখাত। শেষমেশ তারা আমাকে মেরেই ফেলতে লেগেছিল। আমি আমার ওপর করা এই নির্মম নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

এই ঘটনায় পথচারী সান্টু আলী জানান, আমি দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় লোকজনের হট্টগোল দেখে দাঁড়িয়ে যাই এবং দেখি সাংবাদিক তন্ময় দেবনাথ হাত-পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে মাটিতে পড়ে রয়েছে। আমরা তখন তার হাত-পায়ের বাঁধন কেটে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করি।

এদিকে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তা দাবি করেছেন বাঘা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।

বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার বলেন, যারা তন্ময় দেবনাথকে নির্মমভাবে নির্যাতন করেছে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনগতভাবে শাস্তি দাবি জানাই।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

রামপুরায় ২৮ হত্যা / বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সপ্তাহে দুদিন ছুটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

গাজার পথে আটক শহিদুল আলম / সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের আহ্বান

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

১০

অচল দৌলতপুর প্রাণিসম্পদ অফিস, ভোগান্তিতে হাজারো খামারি

১১

চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

১২

সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন

১৩

গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

১৪

মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

১৫

রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

১৬

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন-আতিক-পলক

১৭

জুবিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, এবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

১৮

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৯

যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ 

২০
X