ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতে বিচারকের সাক্ষ্যগ্রহণ

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ভবন। ছবি : কালবেলা
দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতে বিচারকের সাক্ষ্যগ্রহণ

ভার্চুয়াল আদালতে প্রথমবারের মতো দেশের কোনো আদালত বিদেশে অবস্থানরত মামলার জবানবন্দি গ্রহণকারী বিচারকের সাক্ষ্যগ্রহণ করল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২নং আমলি আদালতে জুম অ্যাপের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ সময় সুদূর আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থানরত সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদের সাক্ষ্যগ্রহণ করেন।

এসময় আদালতে সরকারি কৌঁসলি ও বিবাদী পক্ষের আইনজীবীসহ জামিনে মুক্ত দুই মামলার দুই আসামি হাজির ছিলেন।

হারুন অর রশিদ ২০০৯-১০ সালে ফরিদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি নগরকান্দা ও মধুখালী থানার দুটি ডাকাতির মামলায় ১৬৪ ধারায় দুই আসামির জবানবন্দি নথিভুক্ত করেন।

বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছেন। বর্তমানে ওই মামলা দুটি ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় শিহাবুল ইসলামের আদালতে চলমান রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন কালবেলাকে বলেন, ডাকাতির অভিযোগ ২০১০ সালে দায়ের করা দুটি মামলায় আটক দুই আসামির নিকট থেকে তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। বর্তমানে তিনি ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত। তবে মামলার কার্যক্রম পরিচালনায় তার সাক্ষ্যগ্রহণ জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তায় তার নিকট সাক্ষ্যগ্রহণের শুনানি পৌঁছে ভার্চুয়াল আদালতে সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী আজ এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

ভার্চুয়াল আদালতে বিদেশে অবস্থানরত কোনো বিচারকের সাক্ষ্যগ্রহণ এবারই প্রথম বলে ওই আইনজীবী জানান। এর আগে ভার্চুয়াল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগারে থাকা আসামির রিমান্ড শুনানি এবং হাজতি আসামিকে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানির ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ২৯ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর বিচার বিভাগকে সচল রাখার প্রয়োজনীয়তায় দেশে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু। ২০২০ সালের ১১ মে থেকে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দেশে ভার্চুয়াল আদালত চালু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিপ্লবের দিনলিপি’ স্মরণিকার মোড়ক উন্মোচন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে কর্মীর মৃত্যু

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা

নারী ফুটবল ও হকি দলকে পুরস্কৃত করছে জাতীয় ক্রীড়া পরিষদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

‘স্বাধীনতাবিরোধী ও রাজাকার’ ট্যাবলেট মানুষ আর খায় না : এটিএম আজহার

এমপিও নীতিমালা সংশোধন, এক পদ বিলুপ্ত

শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিল উপাচার্যের

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের

১০

অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সেরে উঠেছেন শ্রেয়াস আইয়ার

১১

বিএনপিকে গাইবান্ধার ৫টি আসনই উপহার দেওয়ার ঘোষণা আমিনুলের

১২

জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য, পুবাইল থানার ওসি প্রত্যাহার

১৩

২ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা

১৪

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

১৫

জোট করলেও নিজেদের মার্কায় ভোট করব : নুর

১৬

শোকজ নয়, ৩ বিচারপতির কাছে তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি

১৭

বিভেদ ভুলে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফিরোজের

১৮

ঘূর্ণিঝড় মেলিসা / ‘কোথাও যাব না’, বলছেন মহাবিপদের মুখে থাকা উপকূলবাসী

১৯

জনরোষের সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা

২০
X