চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’

নগরের সরাইপাড়া ওয়ার্ডে সাঈদ আল নোমানের পক্ষে গণসংযোগ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। ছবি : কালবেলা
নগরের সরাইপাড়া ওয়ার্ডে সাঈদ আল নোমানের পক্ষে গণসংযোগ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। ছবি : কালবেলা

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সকাল থেকে দিনব্যাপী তিনি চট্টগ্রাম-১০ আসনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের হাজি ক্যাম্প, আবদুল গনি রোড, মধ্যম সরাইপাড়া, হাজি আশরাফ আলী রোড, হাফেজ কমিশনার রোডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আগামী দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি দল ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন প্রচার ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এসব কার্ডের অন্তর্ভুক্ত পরিবারগুলোকে আড়াই হাজার টাকার মূল্যের মালামাল দিয়ে সহায়তা করা হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের সামনে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে পাহারা দিবেন এবং নিজের ভোট নিজে দেবেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- পাহাড়তলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু, নগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির।

চট্টগ্রাম নগরীর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার রাজিবুল হক বাপ্পী সাবেক সহসম্পাদক আরিফ হোসেন, হোসেন উজ জামান, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি হারুন বেগ, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম অরিক, থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, ইউনুছ মুন্না, সাইফুল আলম, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ মুজাহিদ, বাদশা আলমগীর, রাসেল খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সতর্কবার্তা ইসি সানাউল্লাহর

বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার

দারাজে শুরু হচ্ছে “২.২ গ্র্যান্ড রমজান বাজার”, ফ্ল্যাশ সেল ৮০% ছাড়

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

আল্লাহ আমাকে সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন: শবনম ফারিয়া

তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশ

নতুন খবর দিল পাকিস্তান

সিরাজগঞ্জের জনসভার মঞ্চে তারেক রহমান

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

১০

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই ড্রোন ব্যবহার করুন

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান : আরাগচি

১২

আইসিসিকে উগান্ডার অভিনব চিঠি

১৩

‘ইত্যাদি’ এবার ভোলায়

১৪

মজিবুর রহমান মঞ্জুর ‘নির্বাচনী ডিজিটাল ক্যারাভ্যান’ উদ্বোধন

১৫

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিক দলের বিক্ষোভ

১৬

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

১৭

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’

১৮

সংসদ নির্বাচন / রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা

১৯

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

২০
X