জয়পুরহাটে অভিযান চালিয়ে একটি শুটারগান এবং মাদকসহ তসলিম হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তসলিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের আরেক যুবক রাব্বী হোসেন (১৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জয়পুরহাট র্যাব সূত্র জানায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জিতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ৭টি বিশেষ ধরনের মাদক পাওয়া গেছে। র্যাব মামলা করে সদর থানা পুলিশের কাছে তসলিমকে সোপর্দ করেছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
মন্তব্য করুন