রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৪-১৬ জন শ্রমিক ডালাইয়ের কাজ শেষ করে রাঙামাটি ফিরছিলেন। কাপ্তাইয়ের বগাপাড়া ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। বাকি শ্রমিকদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনায় সত্যতা নিশ্চিত করে ঘাগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল চাকমা জানান, আহত ১২-১৪ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম এখনও জানা যায়নি।
মন্তব্য করুন