সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়েছে। এতে হত্যা মামলার একজনসহ আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নাজিম উদ্দিন হত্যা মামলার আসামি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে সেলিম আহমদ (৩৪), বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি ডৌউবাড়ী ইউনিয়নের লামা দুমকা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মহসিন আহমদ (৪০), মুসলিম নগর গ্রামের মো. নিয়র আলীর ছেলে জসিম উদ্দিন, আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদুল হক, কালিনগর গ্রামের বাজন মিয়ার ছেলে মো. মিনহাজ আলী, মোহাম্মদপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে মো. হানিফ মিয়া ও গুচ্ছগ্রামের হেলাল মিয়ার ছেলে মো. নীল মিয়া।
নাজিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফখরুল ইসলাম বলেন, নাজিম হত্যা মামলার প্রধান আসামিসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন