সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদ শফিক মিয়া নামের এক রোগী নিখোঁজ হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত ৩টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের সপ্তম তলার ৩৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শফিক মিয়া (৮০) জেলার বালাগঞ্জ উপজেলার আজিজপুরে বনগাঁও এলাকার বাসিন্দা। এদিকে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে কোতোয়ালি থানায় জিডি করেছেন শফিক মিয়ার ছেলে আরশ আলী।
আরশ আলী বলেন, ‘সোমবার বাবাকে প্রেসার ও ব্রেনের সমস্যা নিয়ে ভর্তি করেছি। রাতে আমার বাবা বেডেই ছিলেন। হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে জিডি করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা বার বার ডাক্তারকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার অনুরোধ করলেও তারা সহযোগিতা করেননি। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের নিরাপত্তা নেই?’
কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন কালবেলাকে বলেন, ওসমানী হাসপাতাল থেকে শফিক মিয়া নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। থানায় জিডি করেছেন তার ছেলে। শফিক মিয়াকে উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন