ঝিনাইদহের শৈলকুপায় এক শিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ মার্চ) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম ওরফে এমপি শৈলকুপার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। গ্রামের মানুষের কাছে তিনি এমপি নামেই বেশি পরিচিত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে তরিকুল জোয়ার্দ্দার। নির্যাতিতা পরদিন পরিবারকে বিষয়টি জানায়। পরে তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি তরিকুলকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা; অনাদায়ের আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন