জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দোতলায় তত্ত্বাবধায়কের কক্ষে এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে হাসপাতালের দোতলায় রোগীদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুতই আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট হাসপাতাল এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে হঠাৎ করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পায় রোগীরা। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এ সময় রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, তার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
জয়পুরহাট পুলিশ সুপার মো. নূরে আলম বলেন, আগুনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। এ ঘটনায় কেও হতাহত হয়নি। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের জয়পুরহাট ইউনিটের উপসহকারী পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, রাত ১ টা ১৪ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তত্ত্বাবধায়কের কক্ষের এসি থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এই ঘটনায় কেউ হতাহৎ না হলেও ওই কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
মন্তব্য করুন