পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে দুই পরিবারের বসতবাড়ি। এ দুর্ঘটনায় আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের হরিনচরা গ্রামে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, শুকনো খাবার এবং রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোন মানবিক বিপর্যয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ দশ হাজার টাকার আর্থিক সহযোগিতা, শুকনো খাবার এবং রান্নার জন্য হাঁড়িপাতিলসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সিনিয়র আইনজীবী মো. আজিজুল হক ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতার অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া, পৌর জামায়াতের আমির মো. বেলাল হোসেন, চিলাহাটি ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলাম ও সেক্রেটারি হামিদুল ইসলাম, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে এগারোটায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের হরিনচরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনসারুল ইসলাম ও জিয়ারুল ইসলাম নামে দুই সহোদরের বসতবাড়ির চারটি ঘর, ধান-চাউল ও আসবাবপত্র পুড়ে যায়। এতে চরম বিপাকে পড়ে পরিবার দুটি।
মন্তব্য করুন