লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় টিআর প্রকল্পের টাকা নিয়ে এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের অফিস সহায়কের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নিচে ওই ইউপি চেয়ারম্যান উত্তেজিত হয়ে চিৎকার চেচামেচি ও গালাগাল করেন। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায়।
বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুজন হলেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন এবং পিআইও অফিসের অফিস সহায়ক নূর মোহাম্মাদ।
জানা গেছে, উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হাটখোলা চিলাখাল নামক একটি ব্রিজের সামনে প্রত্যেক বছর বন্যায় কচুরিপানা জমাট বাঁধে এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করে।
ফলে ব্রিজসহ আশপাশের জনবসতি হুমকির মুখে পড়ে। আর দ্রুত পানি নিষ্কাশনের জন্য সেই কচুরিপানা সরানোর জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টিআর প্রকল্পের অধীন প্রায় ৬০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।
সেই প্রকল্পের টাকা নিয়ে চেয়ারম্যান সেলিম হোসেন ও পিআইও অফিসের অফিস সহায়ক নূর মোহাম্মদের বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, নূর মোহাম্মদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন আছে। সেই টাকার জন্য কথাকাটাকাটি হয়েছে।
এ বিষয়ে সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন ও হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহ বলেন, ঘটনাটি সমাধান হয়ে যাবে। নিউজ করার দরকার নেই।
মন্তব্য করুন