লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল বাজারে আগুন লাগে। শনিবার (১৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রুবেল বলেন, সকালে একজন রোগীর ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলাম। তখন দুটি বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি কাপড় দোকানে আগুন জ্বলছে। আমি তখনই ফায়ার সার্ভিসে কল করি।
আগুন লাগার আধা ঘণ্টা পরে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।আগুনে মুদি, কাপড়, মোবাইল ফোন, ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ বলেন, আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন