আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। কিন্তু নির্বাচনের দুদিন আগেই কড়া বার্তা দিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, শনিবার (১০ জুন) মধ্যরাতের পর বহিরাগত কাউকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, মধ্যরাতের পরে অভিযান পরিচালনা করা হবে। কোনো বৈধ কারণ ছাড়া বহিরাগতকে শহরে থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, বাইরে থেকে যারা এসেছেন তারাও থাকতে পারবেন না। চিকিৎসার মতো বৈধ কারণ না থাকলে আমরা কাউকে থাকতে দেব না। তবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকলে সে বিষয়টি বিবেচনা করা হবে।
কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ জানতে চাইলে কমিশনার বলেন, ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ। আমরা সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছি।
মন্তব্য করুন