ফেনীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুরে পৌর শহরে ছাগলনাইয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দেখা যায়, গত কয়েকদিন ধরে ৭০০ টাকা কেজিতে তরমুজ বিক্রি হলেও একলাফে তা অর্ধেকে নেমে যায়। ম্যাজিস্ট্রেট দেখে ৩৫০ টাকায় নেমে যায় এ ফলের দাম।
এ সময় বেশি দামে ফল বিক্রির দায়ে ৩ তরমুজ ব্যবসায়ী ও ১ জন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, পৌর শহরে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা নিয়ে ফল বিক্রি করে সে জন্য তাদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযানে সহযোগিতা করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
মন্তব্য করুন