সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু আপনার, কিছু আমার এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে অর্ধেক দামে মুরগি বিক্রি করেছে বিএন্ডএফ কেয়ার। প্রায় এক হাজারের অধিক জনসাধারণ এ মুরগি পেয়ে খুশি ।
শনিবার (২৩ মার্চ) পৌর সদরের মুনস্টার কমিউনিটি সেন্টারের সামনে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও কে এম রফিকুল ইসলাম।
সীতাকুণ্ডের সন্তান যুক্তরাজ্যের ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর চ্যারিটি প্রতিষ্ঠান বিএন্ডএফ কেয়ারের পক্ষ থেকে এ মুরগি অর্ধেক মূল্যে বিক্রি করা হয়।
ইউএনও বলেন, বিএন্ডএফ কেয়ারের মতো যদি সমাজের বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসে তাহলে সমাজের অসহায় ও দরিদ্রদের কষ্ট দুর্দশা অনেকটা লাঘব হবে।
এ সময় সুবিধাভোগীরা বলেন, অর্ধেক দামে মুরগি পেয়ে তারা অনেকটা খুশি।
বিএন্ডএফ কেয়ারের প্রধান সমন্বয়ক মো. আশ্রাফুল আলম ভূঁইয়া বলেন, গতবারও বিএন্ডএফ কেয়ারের উদ্যোগে এক হাজার পরিবারকে দশ টন চাউল, মুরগি ও ডিম বিতরণ করেছি। বিএন্ডএফ কেয়ারের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন বহদ্দার চৌধুরী মা বাবার আত্মার মাগফেরাত ও পরিবারের দুনিয়াবী শান্তি ও পরকালের মুক্তির জন্য এসব মানবিক কাজ করে থাকেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বিএন্ডএফ কর্পোরেটের কান্ট্রি ডিরেক্টর সাহেদ ইকবাল রিফাত প্রমুখ।
মন্তব্য করুন