বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কাটাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোটরসাইকেলচালক নিহত শিশু তামিম ইশরাত তাসফির (৬) বাবা মোস্তাফিজার রহমান মিঠু (৪০)।
এদিকে চালকসহ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন, বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের গৃহবধূ জাকিয়া জেওয়ানা তাছলিমা (২৫) ও তার ছেলে তামিম ইশরাত তাসফি।
ইউপি সদস্য সাইদুর রহমান জানান, নিকটাত্বীয়ের সদ্যজাত সন্তানকে দেখতে মোস্তাফিজুর রহমান মিঠু তার পরিবার নিয়ে বগুড়া শহরের মিশন হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ জানান, মা-ছেলেসহ দুজন নিহত হয়েছেন। মোটরসাইকেল ও চালকসহ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছি। চালকের নাম ঠিকানা এখনও জানি না।
মন্তব্য করুন