ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলালসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পরে সকাল ৯টায় শৈলকুপার কবিরপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। এ সময় আওয়ামী লীগ নেতা ও শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, মোস্তাক শিকদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন