বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৫ মার্চ) রাতে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এ দিন বিকেলে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি একশ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি।
বিজিবি ১৬-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা ট্রেনের ভেতর থেকে এক কেজি একশ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি দাবি করেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়।
মন্তব্য করুন