তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শিকলে বাঁধা নূর আলমের জীবন

সাত বছর ধরে শিকলবন্দি নূর আলম। ছবি : কালবেলা
সাত বছর ধরে শিকলবন্দি নূর আলম। ছবি : কালবেলা

প্রায় সাত বছর আগেও স্বাভাবিক জীবনযাপন করছিলেন নূর আলম। সংসারজীবনে হয়েছেন তিন মেয়ে ও এক ছেলের বাবা। ভাগ্যের নির্মম পরিহাস, মানসিক ভারসাম্য হারিয়ে সাত বছর ধরে শিকলবন্দি জীবনযাপন করছেন তিনি।

নূর আলম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। বাবা মারা যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের হাল ধরতে নাতি-নাতনিদের নিয়ে শ্রমিকের কাজ করছেন মা নুর নেহার।

জানা গেছে, বাবা-মায়ের একমাত্র সন্তান নূর আলম। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে একটা সময় তেঁতুলিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের মহানন্দা নদীতে নুড়ি পাথর উত্তোলনের কাজ করতেন। পাথর উত্তোলনের মধ্যে সীমান্ত অতিক্রম করায় আটক হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে।

এতে তিন বছরেরও বেশি সময় ভারতে কারাবন্দি ছিলেন। বন্দি দশা থেকে দেশে ফিরলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে নিজ বাড়িতে সাত বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন তিনি।

নূর আলমের মা নুর নেহার বলেন, আমার ছেলে নূর আগে ভালো ছিল। মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে বিএসএফের কাছে আটক হয়। পরে তাকে ভারতে কারাগারে নিয়ে বন্দি করে রাখে। সেখান থেকে বাড়িতে ফিরে সে নিজে নিজে কথা বলে। একপর্যায় পাগল হয়ে যায়। তার পেছনে অনেক টাকা খরচ করেছি কিন্তু সুস্থ করতে পারিনি।

তিনি বলেন, সে বদমেজাজি টাইপের। বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরে বাইরের মানুষ, এমনকি আমাদের মারধর করে। এ নিয়ে সবাই অভিযোগ করে। তাই সাত বছর ধরে তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছি।

নুর নেহার আরও বলেন, মানুষের বাসায় কাজ করে ছেলে ও তার সন্তানদের নিয়ে কোনোরকম বেঁচে আছি। আমার কাছে কোনো টাকাপয়সা নেই যে ছেলের ভালো চিকিৎসা করাব। তাই বাধ্য হয়ে আমার সন্তানকে বেঁধে রাখতে হচ্ছে। তার জীবনযাপন দেখে আর সহ্য করতে পারছি না। তাই আমি আমার সন্তানের চিকিৎসার জন্য সরকার ও সমাজের সবার কাছে সহযোগিতা চাই।

নূর আলমের সন্তানরা জানান, বুঝ হওয়ার পর থেকে বাবাকে পাগল অবস্থায় দেখছি। খুব কষ্ট হয় বাবার এমন দশা দেখে। অন্যদের মতো আমাদেরও ইচ্ছে করে বাবার সঙ্গে একটু ভালোভাবে থাকতে।

প্রতিবেশী বর্ষা আক্তার বলেন, নূর আমার ফুফাতো ভাই হয়। দীর্ঘ সাত বছর থেকে এমন অবস্থায় খুব কষ্টে আছে পরিবারটি। আয় রোজগারের লোক না থাকায় অনেক সময় অনাহারে দিন অতিবাহিত করে। এর মধ্যে আমরা স্থানীয়রা যতটুকু পারি তাদের সহায়তা করি।

আরেক প্রতিবেশি নারগিস বেগম বলেন, নূরের এমন অবস্থা দেখে খুব খারাপ লাগে। তাকে শিকল ছাড়া রাখলে স্থানীয়দের ওপর হামলা করে। তাই বন্দি করে রাখা হয়েছে। টাকার অভাবে পরিবারটি চিকিৎসা করাতে পারেনি। যদি তার চিকিৎসার ব্যবস্থা করা হয় বা তার চিকিৎসার জন্য কেউ তার পরিবারটির পাশে দাঁড়ায় তাহলে সে সুস্থ হয়ে উঠবে।

স্থানীয় স্কুল শিক্ষক ফেরদৌস আলম লিটন বলেন, আমার পাশের গ্রামের বাসিন্দা নূর। সে দীর্ঘ সাত বছর ধরে শিকল বন্দি জীবনযাপন করছে। তার মা ও সন্তানরা মানবেতর জীবনযাপন করছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। সরকার কিংবা সমাজের মানুষ তার চিকিৎসার জন্য এগিয়ে আসলে হয়তো সে সুস্থ হয়ে উঠবে ।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি কালবেলাকে বলেন, আমি এর আগেও বিষয়টি জেনেছি। তার ভারসাম্যহীনতার কারণে এলাকায় নৈরাজ্য সৃষ্টি হতে পারে বলে স্থানীয় ও জনপ্রতিনিধিদের সিদ্ধান্তে পরিবারটি তাকে শিকল বন্দি করে রেখেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। যতটুকু সম্ভব পরিবারটির পাশে থেকে চিকিৎসার সহায়তা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১০

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

১১

ঘুষের অভিযোগ / দুদকের শুনানিতে বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

১২

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

১৩

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

১৪

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

১৬

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

১৭

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

১৮

স্টেডিয়ামে ধ্বংস করা হলো উদ্ধারকৃত ১৬ ককটেল

১৯

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

২০
X