খুলনার কয়রায় বালুর স্তূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চাঁদ আলী ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম লোকমান হোসেন। তিনি বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদ আলী ব্রিজের পাশে একটি বালুর স্তূপ থেকে বালু আনতে গিয়ে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, লোকমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ছাড়া তার মৃগী রোগ ছিল।
মন্তব্য করুন