গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার (৩০ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লেবু মিয়া। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার জরিপপুর জঙ্গলমারা গ্রামের বাসিন্দা ছিলেন। আহত হন একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শাহ আলম।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামছুল আলম শাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যবসায়ীকে হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয়রা জানান, শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তিন কলা ব্যবসায়ী। রাত ১১টার দিকে ইসলামপুর-ফুলপুকুরিয়ার জীবনপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তিনজনকে গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা জঙ্গলমারা গ্রামের লেবু মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। গুরুতর আহত করে একই গ্রামের শাহ আলমকে। সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী শহিদুল পালিয়ে রক্ষা পায়।
মন্তব্য করুন