‘রাতের আঁধারে নিম্নমানের ইটে হচ্ছে সড়কের কাজ’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পর কুমিল্লার মুরাদনগর বাইড়া-সিঅ্যান্ডবি সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট, সুড়কি অপসারণ শুরু করেছে ঠিকাদার।
মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রকৌশলী রায়হান আলম উপস্থিত থেকে এই ইট অপসারণ কাজ শুরু করেন।
জানা গেছে, মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সিঅ্যান্ডবি থেকে বাইড়া সড়কের এক হাজার ২০ মিটার অংশের সংস্কার কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনাল। যার ব্যয় ধরা হয় ৮০ লাখ টাকা।
সংস্কার হতে যাওয়া এই সড়কটিতে রাতের আঁধারে নিম্নমানের মাটি মিশ্রিত ইটের সুড়কি দিয়ে রাস্তার কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে সুশীল সমাজ ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ নিয়ে কালবেলাসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সোমবার উপজেলা প্রকৌশলী রায়হান আলম তিন দিনের মধ্যে এই মালামাল অপসারণ করার জন্য ঠিকাদারকে নোটিস পাঠান। নোটিস পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
এ সময় মুরাদনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্য-সহকারী মুজিবুর রহমান ও শফিউল্লাহসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হান আলম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার কাজ বন্ধ করে দেই। ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে নিতে তিন দিনের সময় দিয়ে নোটিস দিয়েছি। ইট অপসারণ শুরু হয়েছে। রাস্তার কাজটি নিয়ম অনুযায়ী সঠিকভাবে করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন