লালমনিরহাটে অর্ধশতাধিক যাত্রী রেখেই ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস। এতে অপেক্ষমাণ ঢাকাগামী অর্ধশতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে লালমনিরহাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
জানা গেছে, মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৪টি বগির এই ট্রেনের আসন রয়েছে ৬৫৩টি। তবে চালুর পর থেকে ট্রেনটি বুড়িমারী থেকে না ছেড়ে লালমনিরহাট সদর স্টেশন থেকে ছেড়ে যায়। ফলে চার উপজেলার যাত্রীদের জন্য একটি শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়। যাতে এ এসব উপজেলার যাত্রীরা শাটল ট্রেনে এসে বুড়িমারী এক্সপ্রেস ধরতে পারে।
কিন্তু মঙ্গলবার শাটল ট্রেনটি বুড়িমারীসহ চার উপজেলার যাত্রী নিয়ে এলেও তার আগেই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ফলে লালমনিরহাট স্টেশনেই অর্ধশতাধিক যাত্রী সেখানে আটকা পড়ে যান।
যাত্রীরা অভিযোগ করে বলেন, লালমনিরহাট স্টেশনের কর্মকর্তাদের গাফিলতির কারণেই যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বহুল আলোচিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা এখন রংপুর এক্সপ্রেসে করে যেতে হচ্ছে। এটি চরম ভোগান্তির।
লালমনিরহাট স্টেশন মাস্টার জামিল উদ্দিন কালবেলাকে বলেন, বুড়িমারী থেকে লোকাল ট্রেনটি দেরিতে আসার কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। তবে বিকল্প হিসেবে যাত্রীদের কাউনিয়া থেকে যাত্রীদের তুলে দেওয়া হয়েছিল।
তবে কী কারণে এমন হয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে জানানো হবে।
এ বিষয়ে রেলওয়ে বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
মন্তব্য করুন