বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে ছাত্রলীগ নেতার অভিনব প্রতারণা, গ্রেপ্তার ২

ছাত্রলীগ নেতা সজল শেখ ও সহযোগী আহাম্মেদ ইমতিয়াজ ওরফে রাসেল। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা সজল শেখ ও সহযোগী আহাম্মেদ ইমতিয়াজ ওরফে রাসেল। ছবি : কালবেলা

বগুড়ায় পুলিশের ওসি পরিচয়ে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহব্বত নন্দিপুর গ্রামের সজল শেখ (২৬) ও তার সহযোগী শিবগঞ্জ উপজেলার হাটগাড়ী এলাকার আহাম্মেদ ইমতিয়াজ ওরফে রাসেল (৩০)।

ওসি রেজা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার প্রতারক। তারা কিছুদিন আগে থেকে কখনো শেরপুর থানার ওসি, কখনো বগুড়া সদর থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলক টাকা আত্মসাৎ করে আসছিল। মঙ্গলবার শেরপুরের কুসুম্বী ইউনিয়ন পরিষদের সচিবের মোবাইল নম্বরে ভুয়া একটি বিকাশ রিফিলের বার্তা পাঠায়। বার্তা পাঠানোর পর তারা বলে, ‘আমি পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নামে টাকা পাঠাতে গিয়ে আপনার নামে টাকা ভুল করে চলে গেছে। খুবই দ্রুত টাকা ফেরত পাঠান, তা না হলে আমি পুলিশ পাঠাব।’

তিনি জানান, একইভাবে শেরপুর থানার উত্তর সাহাপাড়া এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের সাবেক এক কর্মকর্তার কাছে সাড়ে ২০ হাজার টাকার ভুয়া বার্তা পাঠায়। পরে সন্দেহ হলে ওই স্বাস্থ্য কর্মকর্তা শেরপুর থানায় অবগত করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল, সচল ও অচলসহ ৪২টি সিমকার্ড, নগদ ২১ হাজার টাকা, একটি নোটবুক ও খাতা জব্দ করে পুলিশ।

তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’

শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু রায়হান জানান, সজল শেখ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে জেলা নেতৃবৃন্দ এ কমিটি ঘোষণা করেছে। এ বিষয়ে সজলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

ববির আবেগঘন পোস্ট

১০

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১১

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

১২

১ বলে ১৩ রান নিলেন ভারতের তারকা ওপেনার

১৩

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

১৪

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

১৫

এই ৩ ভুল করছেন? শত চেষ্টাতেও কমবে না মেদ

১৬

একদিন পর ভেসে উঠল ইসমাইলের মরদেহ

১৭

বিশ্বে প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন

১৮

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত

১৯

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

২০
X