নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের উপরে স্থাপিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মূর্যাল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় মূর্যালটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে চাষাঢ়া জিয়া হলের কেয়ারটেকার আরিফের চোখে বিষয়টি ধরা পরে। পরে আশেপাশের লোকজনের মাধ্যমে পুরো বিষয়টি চাউর হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। জেলা প্রশাসন এই হলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনটি ভাঙার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু মূর্যাল ভাঙার কোন উদ্যোগ জেলা প্রশাসন নেয়নি। কোনো দুর্বৃত্তরা এই কাজ করে থাকতে পারে। বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা তদন্ত করে দেখবে।’
এদিকে দুপুরে খবর পেয়ে জিয়া হলে ভাঙা মূর্যাল পরিদর্শনে আসেন মহানগর বিএনপির নেতারা। এসময় ভাঙা মূর্যাল দেখে তারা ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন।
মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই জিয়া হল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অধীনে। এই জিয়া হল ভাঙার জন্য সরকারি দলের এমপি শামীম ওসমান সংসদে বক্তব্য রেখেছেন। এখানে তিনি ভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। এই মূর্যাল ভেঙে ফেলায় এটাই প্রমাণিত হয় এমপির নীলনকশার অংশ হিসেবে এবং জিয়াউর রহমানকে জনগণের অন্তর থেকে মুছে ফেলার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। মূর্যালটি হ্যাক্সোব্লেড দিয়ে পরিকল্পিতভাবে কেটে ফেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি শামীম ওসমানের নির্দেশেই এই কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ডিসির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এই ব্যাপারে তিনি কিছু জানেন না। যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই এবং জিয়ার মূর্যাল পুণরায় স্থাপন করা হোক। জিয়ার মূর্যাল ভেঙে তারা প্রতিহিংসার জন্ম দিয়েছেন।’
আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই মূর্যাল প্রতিস্থাপিত না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মনে রাখবেন, এই সরকার শেষ সরকার নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে অনেকের মূর্যাল নাও থাকতে পারে বলে বিএনপির নেতরা হুশিয়ারী দেন।
উল্লেখ্য, এর আগে গত বেশ কিছু দিন যাবৎ জিয়া হল নিয়ে বক্তব্য দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ১৯৬৬ সালে তৎকালীন চাষাঢ়া বালুর মাঠে এক সমাবেশে ৬ দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সমাবেশে সভাপতিত্ব করেন শামীম ওসমানের পিতা একেএম শামসুজ্জোহা। সমাবেশটি বর্তমান জিয়া হল প্রাঙ্গণে হয়েছিল দাবি করে এ জায়গায় ছয় দফা মঞ্চ করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীকেও তিনি অবগত করেছেন বলে জানান শামীম ওসমান।
মন্তব্য করুন