মেহেরপুর জেলা কারাগারের আব্দুল আউয়াল (৪২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে কারা অভ্যন্তরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুবরণকারী আব্দুল আউয়াল গাংনী উপজেলা জেলার বামন্দি গ্রামের রকিবুল হোসেনর ছেলে।
মেহেরপুর জেলা কারাগারের জেলার মো. আমানুল্লাহ কালবেলাকে বলেন, আব্দুল আউয়াল একটি মাদক মামলার আসামি ছিল। গত ১৫ জানুয়ারি আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগ সূত্রে জানা গেছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন