এবারের ঈদযাত্রার প্রথম দিকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত থেকে দীর্ঘ যানজট দেখা গেছে মুন্সিগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে। মহাসড়কটিতে কুমিল্লাগামী লেনে ভোররাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, গজারিয়ার মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এ যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীদের। যানযটে আটকে থাকা গাড়িগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক, পিকআপ আর বাসের সংখ্যাই বেশি দেখা যায়।
যানজটের কারণ সম্পর্কে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কটির মুন্সিগঞ্জের গজারিয়া ১৩ কিলোমিটার অংশে শুক্রবার সকাল থেকে যানবাহন ধীরগতিতে চলছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তিনি জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।
এদিকে এ পথ ব্যবহারকারী অনেকেই দীর্ঘ যানজটে আটকে অতিষ্ঠ হয়ে ওঠেন। জ্যাম এ আটকে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর রাত থেকে এই জ্যামের সৃষ্টি হয় তার পর থেকে ধীরে ধীরে যানবাহন চলচ্ছে মাঝেমধ্যে একই স্থানে ৫ থেকে ৭ মিনিটও বসে থাকতে হয়েছে।
তাছাড়া যানজটে আটকেপড়া যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েছে।
মন্তব্য করুন