মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জমে উঠেছে ঈদের বাজার

নেত্রকোনার কেন্দুয়ায় জমে উঠেছে ঈদের বাজার। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় জমে উঠেছে ঈদের বাজার। ছবি : কালবেলা

ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জমে উঠেছে ঈদের বাজার। ব্যস্ত সময় পার করছেন কাপড় বিক্রেতারা। কেন্দুয়া পৌর শহরের বিপণিবিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় দেখা গেছে।

উপজেলার রামপুর বাজার, বৈখেরহাটি বাজার, নওপাড়া বাজার,চিরাং বাজার, রোয়াইলবাড়ি বাজারসহ ছোট ছোট বাজারগুলোতেও ঈদ উপলক্ষে পোশাক বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বেশি। তবে ঈদ উপলক্ষে জুতা, পাঞ্জাবি, জুয়েলারি, ক্রোকারিজ ও মুদি দোকানেও ভিড় লক্ষণীয়।

উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে শুক্রবার (৫ এপ্রিল) ঘুরে দেখা গেছে, ঈদ কেনাকাটায় সকল দোকানেই নারীদের উপস্থিতি বেশি। বেশকিছু আধুনিক মানের শপিং কমপ্লেক্স ও মানসম্পন্ন কাপড়ের দোকান থাকায় পার্শ্ববর্তী উপজেলার লোকজন ঈদের কেনাকাটা করতে কেন্দুয়ায় চলে আসেন। প্রিয়জনকে ঈদের উপহার দিতে ও নিজের পছন্দমত কেনাকাটা করতে নারী, পুরুষ ও শিশুরা অভিভাবকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণিবিতানগুলোতে ভিড় করছেন। শেষ মুহূর্তে কসমেটিকস ও জুতার দোকানগুলোতেও ভিড় বাড়ছে।

নূরে আলম নামে এক ক্রেতা জানান, তিনি নওপাড়া বাজারে মেয়ের জন্য পোশাক কিনেছেন। তবে এ বছর দাম একটু বেশি।

মুকুল মিয়া নামে একজন ক্রেতা জানান, তিনি চিরাং বাজারে শিশুদের জন্য কাপড় কিনেছেন। কাপড়ের মান কিছুটা ভালো হলেও দাম বেশি।

আলমগীর নামে এক ক্রেতা জানান, তিনি কেন্দুয়া বাজারে কেনাকাটা করতে এসেছেন। তিনি এ বছর একটি পাঞ্জাবি ও প্যান্ট কিনেছেন। তবে আগের বছরের তুলনায় দাম বেশি।

কেন্দুয়া বাজারের সবচেয়ে পুরাতন গার্মেন্টস ব্যবসায়ী রইছ গার্মেন্টসের মালিক রইছ উদ্দিন বলেন, কেন্দুয়া বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যাবসা করে আসছেন। তাই বিভিন্ন উপজেলাত লোকজন কেন্দুয়ায় কেনাকাটা করতে আসেন। কেন্দুয়ায় সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়।

কেন্দুয়া বাজারের জনতা বস্ত্রালয়ের মালিক নারায়ন দেবনাথ বলেন, এ বছর ঈদে বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। বেশ ভালই বেচাকেনা চলছে। ঈদের আরও কয়েক দিন বাকি রয়েছে সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।

কেন্দুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা জানান, কেন্দুয়ায় বেশ কিছু আধুনিক ও উন্নত মানের বিপণিবিতান থাকায় পাশের উপজেলার লোকজন এখানে কেনাকাটা করতে আসেন। তাই প্রতি বছরের মতো এ বছর ও ঈদের বাজার জমে উঠেছে। তা ছাড়া সার্বিক নিরাপত্তার বিষয়ে কেন্দুয়া বাজার কমিটি সজাগ রয়েছেন।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, কেন্দুয়ার বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। কেন্দুয়ার বাজারগুলোতে যেন কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয় সে জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। হাট-বাজারগুলোতে পুলিশিং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা ছাড়া পুলিশি পোশাকের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশানের জায়গা দখলমুক্ত করার দাবি

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন

গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

১০

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

১১

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

১২

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

১৬

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৭

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

১৮

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

১৯

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

২০
X