ঝালকাঠিতে দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।
এর মধ্যে, হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝালকাঠিতে সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়। সে সময় মাঠ থেকে গবাদিপশু আনতে গেলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়।
এদিকে ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হওয়াতে জেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে।
মন্তব্য করুন