সাপ্লাই পানির চলমান সংকটের ঘটনায় খালি কলস নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহল্লার বিক্ষুব্ধ নারীরা। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লায়।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে শতাধিক নারী ও শিশু বিক্ষোভ করে। এর আগে তারা মহল্লার মসজিদে মাইকিং করে জড়ো হয়ে মিছিল করে পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নেন।
গত মাস দুয়েক থেকেই মহল্লায় চলছে সাপ্লাই পানির সমস্যা। গ্রীষ্মের শুরুতেই এ সমস্যা আরও প্রকট হয়েছে। সাপ্লাই পানির সংকট নিরসনে পৌর কর্তৃপক্ষকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ মহল্লাবাসী।
বিক্ষোভে অংশ নেওয়া কল্পনা বেগম জানান, গত দুই-তিন মাস আগে থেকে সাপ্লাইয়ের পানি ঠিকমতো আসছে না। রোজার মাসে সেহরি ও ইফতারের সময় পড়েছেন পানির চরম দুর্ভোগে। আশপাশের মহল্লা থেকে পানি নিয়ে সারছেন তাদের দৈনন্দিন কর্ম।
হাসিনা বেগম নামে আরেকজন জানান, রোজা মুখে পানি ঢুয়ে নিয়ে এসে সারতে হচ্ছে শৌচকার্যসহ বাড়ির সকল কাজ। আশপাশের মহল্লায় পানি আনতে গিয়ে ধরতে হয়েছে লাইন। পানির জন্য লেগে যাচ্ছে মারামারি। আমরা পানি সমস্যার দ্রুত সমাধান চাই। আগামী ১০ দিনের মধ্যে এ সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
পরে বিক্ষোভকারীদের দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস জানিয়ে পৌরসভার প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান বলেন, পৌর এলাকার ২৩টি ওয়াটার পাম্প চালু রয়েছে। গ্রীষ্মকাল আসলে পানির লেয়ার নিচে নেমে যায়। ফলে পানি উঠে কম। লোডশেডিংয়ের কারণেও পানির কিছুটা সমস্যা হচ্ছে। মসজিদপাড়া এলাকাতে একটি ওয়াটার পাম্প বসানোর চেষ্টা করেছি কিন্তু পানির স্তরে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আইরন থাকায় সম্ভব হয়নি। তাই বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে। মেয়র মহোদয় দ্রুত এ সমস্যার সমাধানে এর আগেই নির্দেশ দিয়েছেন। পৌর এলাকার অন্য মহল্লায় ভালো পানির স্তরে একটি শক্তিশালী গভীর নলকূপ বসিয়ে পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।
মন্তব্য করুন