সুনামগঞ্জের দিরাইয়ে খেলাধুলা নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও কিশোরসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে মাসুক মিয়ার পক্ষের এখলাছুর রহমান (৩৫), ফুল মিয়া(২২), কামাল হোসেন (৩৫), জাহিদ হাসান (১৪), সুহেনা (১৮) এবং অপর পক্ষের আলতাফ মিয়া (৬০), হাদিস মিয়া (৫০), কাওসার মিয়া (১৮)কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাীন রয়েছে বলে জানিয়েছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাপকাই গ্রামের আলতাফ মিয়া ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার আগের দিন দুপক্ষের শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে দুপক্ষ সম্মত ছিল। তবে মঙ্গলবার তারাবি নামাজের পর পূর্ববিরোধ নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন রক্তাক্তসহ দুপক্ষের ২৫ জন আহত হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ এখন শান্ত রয়েছে।
মন্তব্য করুন