যশোরে মায়ের সঙ্গে নানাবাড়িতে ঈদ করতে যায় আড়াই বছরের শিশু মাহমুদউল্লাহ। কিন্তু নানাবাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু পুরো পরিবারের ঈদ আনন্দ ম্লান করেছে। শিশু মাহমুদউল্লাহ মনিরামপুর উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে একই উপজেলার ঝাঁপা গ্রামে শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাহমুদউল্লাহর জন্মের ৬ মাসের মাথায় তার বাবা মারা যান। তবুও পৈতৃক ভূমি শাহাপুর গ্রামে মা মুনিয়া খাতুনের সঙ্গে থাকত মাহমুদউল্লাহ। ঈদ পালন করতে সম্প্রতি ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নানের বাড়িতে যায় তারা। দুপুরে মা মুনিয়া রান্নার কাজে ব্যস্ত ছিল। অনেকক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। আশপাশের বাড়িতে খোঁজে না পেয়ে একপর্যায়ে বসত ঘরের পাশে পুকুরে শিশুর নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদউল্লাহকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝাঁপা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সঞ্জিত কুমার কালবেলাকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন