নাটোরের সিংড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মামাতো বোনসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) ও নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ইসলাম শুভ জানান,বেলা ১১টার দিকে ফারিয়া ও ফাতেমা সবার অগচোরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। পরে তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে লোকজন পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে স্বজনদের বরাতে ওসি আবুল কালাম বলেন, ঈদে উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে আসে ফাতেমা। সকালে মামাতো বোন ফারিয়ার সঙ্গে খেলার এক ফাঁকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন