সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ওসির নেতৃত্বে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ ইন্সপেক্টর মো. শিহাব হোসেন। ছবি : কালবেলা
পুলিশ ইন্সপেক্টর মো. শিহাব হোসেন। ছবি : কালবেলা

সাতক্ষীরায় পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. শিহাব হোসেনের নেতৃত্বে মৎস্য ঘেরের অফিসে ঢুকে বেধড়ক মারধর করে অফিস ব্যাগের মধ্যে থাকা সাড়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশের এ কর্মকর্তা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। সোমবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার আখড়োখালা বাজার ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ মৎস্য ঘেরের অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ এপ্রিল) ওসি মো. শিহাব হোসেন পল্টু ও তার ভাই সাইফুর রহমান হিল্টুর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মহিদুল ইসলাম মিলনের বড় ভাই মো. আব্দুল হক।

অভিযুক্ত ওসি মো. শিহাব হোসেন সম্প্রতি একটি ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর ১নং ফাঁড়িতে কর্মরত অবস্থায় ক্লোজড হয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সংযুক্ত রয়েছেন।

লিখিত অভিযোগে আব্দুল হক বলেন, আমার আপন ছোট ভাই মো. মহিদুল ইসলাম মিলন শিরনগর টুংকিরবিলে বিসমিল্লাহ মৎস্য ঘের প্রজেক্টে ২৪০ বিঘা মৎস্য ঘেরের শেয়ার হিসাবে মৎস্য চাষাবাদ করে আসছে। ওসি মো. শিহাব হোসেনও ওই মৎস্য ঘেরের শেয়ারে আছে। ঘের পরিচালনার বিভিন্ন খরচের জন্য অফিস ফান্ডে ৯ লাখ ৫০ হাজার টাকা অফিস কক্ষে রাখা ছিল। অভিযুক্তরাও খুঁটিনাটি বিষয় ও মৎস্য ঘেরের হারির টাকা নিয়ে আমার ভাইসহ অন্যান্য মৎস্য ঘেরের শেয়ারকৃত মালিকদের সঙ্গে অহেতুক ঝগড়া বিরোধ করে আসছিল।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ওসি মো. শিহাব হোসেন প্রায় সময় মোবাইল ফোনের মাধ্যমে আমার ছোট ভাইকে হুমকি-ধমকি দিচ্ছিল। সোমবার রাত ৮টার দিকে মৎস্য ঘেরের হারির টাকাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আখড়োখালা বাজার ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ মৎস্য ঘেরের অফিসে হামলা চালানো হয়। শিহাবের নেতৃত্বে বাঁশের লাঠিসোটা নিয়ে অফিসে ঢুকে আমার ভাইকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। ওই সময় আমার ছোট ভাই ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা অফিস ব্যাগে থাকা মৎস্য ঘেরের চারা, মাছ ক্রয় বাবদ সর্বমোট ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। আহত মহিদুল ইসলাম মিলন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত ওসি মো. শিহাব হোসেন মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন বলেন, ওসি মো. শিহাব হোসেন ঈদের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রমি এগ্রো ফুডসে সেলস ম্যানেজার পদে চাকরি, আবেদন ৩৫ থেকে ৪৫ বছর

কনসার্টের ভাইরাল ভিডিওটি আসলে কার?

রেলওয়ের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়া

নাটোরে তাপজনিত কারণে প্রবাসীসহ দুজনের মৃত্যু

সব রেকর্ড ভেঙে যশোরে তাপমাত্রা ৪৩.৮ 

ইসরায়েলি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে জ্যোতিরা

তীব্র গরমে বেড়েছে রোগবালাই, শয্যা সংকটে স্বাস্থ্য কমপ্লেক্স

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

১০

রাষ্ট্র একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রাপ্য সম্মান না দিয়েই চলে যেতে দিল!

১১

রংপুরে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত

১২

‘সরকারের সমালোচনা করলেই খড়গ নেমে আসে’

১৩

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

১৪

উপজেলা নির্বাচনে অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা : ইসি হাবিব

১৫

ঢাবির ভূ-তত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

১৬

অ্যাপেক্সে জনবল নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা সুবিধা

১৭

তীব্র গরমে ধানক্ষেতে কাজে গিয়ে কৃষকের মৃত্যু

১৮

জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

১৯

সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩.৭

২০
*/ ?>
X