আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দলের অনুমতি নেই, তবুও আ.লীগের হয়ে মনোনয়ন দাখিল

আশাশুনি উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম শাহনেওয়াজ ডালিম। ছবি : সংগৃহীত
আশাশুনি উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম শাহনেওয়াজ ডালিম। ছবি : সংগৃহীত

আসন্ন উপজেলা নির্বাচনে দলীয়ভাবে মনোনয়নের সুযোগ নেই। কোনো দলের পক্ষ থেকে মনোনয়নও দেওয়া হচ্ছে না। কিন্তু দলের অনুমতি না থাকলেও, দলের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম শাহনেওয়াজ ডালিম।

জানা গেছে, আগামী ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে আশাশুনি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল রোববার (২১ এপ্রিল)। এদিন অনলাইনে মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান প্রার্থী এস এম শাহনেওয়াজ ডালিম। ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান।

এবার দলীয় মনোনয়ন না থাকায় দলের নামের জায়গায় সবাইকে স্বতন্ত্র প্রার্থী লিখতে হচ্ছে। কিন্তু ডালিম নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা না দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লিখেছেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে এবার কাউকে দলীয়ভাবে মনোনয়ন দেয়নি।

এ বিষয়ে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু মন্ডল কালবেলাকে বলেন, দলীয়ভাবে উপজেলা নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে হবে। শাহনেওয়াজ ডালিম কেন দলের নাম ব্যবহার করলেন তা আমি জানি না। বিষয়টি নিয়ে কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের সেহেতু উনারা এটি দেখবেন।’

আওয়ামী লীগের আশাশুনি উপজেলা সভাপতি এ বি এম মোস্তাকিম কালবেলাকে বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বলেছেন উপজেলা নির্বাচন হবে নির্দলীয়, সেখানে ডালিম কীভাবে দলের নাম ব্যবহার করলেন এটা আমার বোধগম্য নয়। বিষয়টি অবশ্যই আমাদের দলের নীতি নির্ধারক মহল দেখবেন। যেহেতু এটা দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল, সে কারণে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা কেন্দ্র থেকে নেওয়া হতে পারে।

এ ধরনের কাজের জন্য হয়তো তার নমিনেশন বাতিল হতে পারে। বাকি বিষয়টি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা দেখবেন বলেও জানান তিনি।

বিষয়টি জানতে চেয়ে কালবেলার পক্ষ থেকে এস এম শাহনেওয়াজ ডালিমের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও কলটি রিসিভ হয়নি।

পরে তার মোবাইল ফোনে সাংবাদিক পরিচয়ে ক্ষুদেবার্তা দেওয়া হয়। কিন্তু তারপরও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কারণে সিঁড়ি দিয়ে ওঠলে বুক ধড়ফড় করে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

১০

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১১

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৪

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৫

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১৮

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১৯

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

২০
X