গরমের প্রভাবে দুর্ভোগ বেড়েছে চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গলের চা শ্রমিকদের। এতে খেটে খাওয়া জনসাধারণকে শরবত পান করান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। গরমে তৃষ্ণা মেটাতে শত শত রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা ভিড় করেন। মন্ত্রীর এমন কাজ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
রোববার (২১ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের চৌমুনায় নানা শ্রেণি-পেশা মানুষের মধ্যে এসব শরবত বিতরণ করা হয়।
জেলায় গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না মানুষ। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে কৃষিমন্ত্রী এমন উদ্যোগ গ্রহণ করেন বলে জানান এ কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক সাবের আহমদ।
মানবাধিকার কর্মী এবং সমাজসেবক আক্তারুজ্জামান দিপু বলেন, মন্ত্রীর মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। তীব্র গরমে পথচারী, রিকশাচালক এবং ট্রাফিক পুলিশসহ অনেকেই শরবত পান করে তৃষ্ণা মেটাতে পারছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৩৬.৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে। রোববার তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মন্তব্য করুন