ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খরতাপে দ্রুত নামছে ভূগর্ভস্থ স্তর, পানির জন্য হাহাকার

খরতাপে টিউবওয়েলে পানি না পেয়ে সাবমার্সিবলের পানিতে গোসল করছেন ঈশ্বরদীর এক যুবক। ছবি : কালবেলা
খরতাপে টিউবওয়েলে পানি না পেয়ে সাবমার্সিবলের পানিতে গোসল করছেন ঈশ্বরদীর এক যুবক। ছবি : কালবেলা

এককালের প্রমত্তা পদ্মার বুক এখন শুকিয়ে খা খা বালুচর। স্থানীয় অন্য নদীগুলোও মৃতপ্রায়। খাল-বিল শুকিয়ে গেছে আগেই, শুকিয়ে যাওয়া নদীর বুকে চাষ হচ্ছে ধান-গম-ভুট্টাসহ অন্যান্য ফসল। ঈশ্বরদী এলাকায় ক্রমশ নিচে নামছে পানির স্তর।

প্রতি বছর চৈত্র্যের খরতাপ শুরুর আগেই পানির সংকট শুরু হতে থাকে। এবার তীব্র খরা পরিস্থিতিতে চৈত্র্য মাসেই পানির স্তর ৩৫ ফুটেরও বেশি নিচে নেমে গেছে। উপজেলার বিভিন্ন গ্রামে ও পৌর এলাকায় নলকূপে পানি উঠছে না। উঁচু এলাকাগুলোতে সংকট আরও ভয়াবহ। ঈশ্বরদীসহ আশপাশের এলাকাগুলোতে পানির তীব্র অভাব দেখা দিয়েছে।

অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনকেই পানি সংকটের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে উপজেলার উঁচু অধিকাংশ এলাকায় দিন দিন খাবার ও সেচের পানির সংকট প্রকটতর হচ্ছে। এসব এলাকায় হস্তচালিত নলকূপ দূরের কথা, গভীর নলকূপেও পানি উঠছে না ঠিকমতো। বছরের অধিকাংশ সময় পানির অন্যতম উৎস পুকুর-জলাশয়েও পানি থাকছে না।

ঈশ্বরদীতে চলমান মাঝারি ও তীব্র তাপপ্রবাহ এবং খরায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। সুপেয় পানির জন্য হাহাকার সর্বত্র। ঈশ্বরদীতে গত ১৩ এপ্রিল থেকে ৩৮.৫ থেকে ৪২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। ২০ এপ্রিল তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, ২৬ এপ্রিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস এই তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলছে। বৈশাখের শুরু থেকেই প্রচণ্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। গোসলসহ খাবার ও রান্নাবান্নার পানিরও সংকট দেখা দিয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় পৌরসভার সরবরাহ করা পানির লাইনেও ঠিকমতো পানি আসছে না। লাইনে পানি থাকলেও প্রবাহ দুর্বল হওয়ায় বাসাবাড়ির ট্যাঙ্কিতে পানি সংরক্ষণে সমস্যা হচ্ছে।

পৌর এলাকাসহ উপজেলাজুড়ে পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পানি নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাড়ির পুরুষ সদস্যরা আশপাশের পুকুর কিংবা অন্য কোথাও গোসল সেরে বাড়ির জন্য বালতি ও কলস ভরে পানি সংগ্রহ করে আনছেন। খাবার ও রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ছুটতে হচ্ছে আশপাশের গভীর নলকূপ কিংবা সাবমার্সিবল পাম্প আছে সেখানে। শহরের শৈলপাড়া, কর্মকারপাড়া, নূরমহল্লা, লোকোশেড এলাকা, বস্তিপাড়া, নিউকলোনি, উমিরপুর, ফতেমোহাম্মদপুরসহ প্রায় সকল এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

রূপপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইসলাম জানান, রূপপুর এলাকার কোনো টিউবওয়েল থেকে পানি উঠছে না। পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল আশরাফি জানান, ফতেহ মোহাম্মদপুর, নিউ কলোনি, তিনতলা এলাকার মানুষ স্থানীয় মসজিদের সাবমার্সিবল পাম্প থেকে প্রতিদিন দুইবার করে লাইন ধরে পানি সংগ্রহ করছেন। বস্তিপাড়া এলাকার সুদেব সরকার বলেন, বাড়ির নলকূপে পানি উঠছে না। বাধ্য হয়ে কাঠফাটা রোদের মধ্যে কলস ও বালতি নিয়ে মসজিদের সামনে লাইনে দাঁড়াতে হচ্ছে।

জানা গেছে, পৌর এলাকায় পানি সরবরাহের জন্য ১১টি পাম্প রয়েছে। এর মধ্যে সাতটি পাম্প চালিয়ে পানি সরবারাহ করা হয়। চারটি পাম্প ব্যাকআপ হিসেবে হয়েছে। তবে পানির চাপ কম থাকায় পাইপে স্বাভাবিক গতিতে পানি সরবরাহ হচ্ছে না।

পৌরসভার পানি শাখার সহকারী প্রকৌশলী প্রবীর বিশ্বাস বলেন, চৈত্র মাসের মাঝামঝি সময় থেকে পানির স্তর ৩৫ ফুট নিচে নেমে গেছে। কোনো কোনো এলাকায় এখন আরও বেশি। ২৫ ফুটের নিচে নামলে কোনো কোনো এলাকায় টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

নৌপুলিশ বোটে আগুন

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

রাজধানীতে আজ কোথায় কী

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১০

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

১১

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

১২

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

১৬

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

১৭

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

১৮

কিপারের হেডে রিয়ালের পতন

১৯

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X