বরিশালের গৌরনদীতে টর্চলাইট চুরির অভিযোগে হাসিব প্যাদা নামে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
হাসিব প্যাদা উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের জুয়েল প্যাদার ছেলে।
আহত শিশুর বাবা জুয়েল প্যাদা বলেন, টর্চলাইট চুরির অভিযোগে সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার ছেলের হাত-পা বেঁধে নির্যাতন চালায় একই বাড়ির গফুর প্যাদা ও তার ছেলে আল আমিন প্যাদা এবং জিয়ারুল প্যাদা। এ সময় আমার ছেলের চিৎকার শুনে আমার স্ত্রী রোকসানা বেগম এগিয়ে গেলে তাকেও কিল-ঘুষি মেরে আহত করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
তবে গফুর প্যাদা ও তার ছেলেরা মারধরের বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন