গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের আজাদী ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীসহ সারা দেশে চলছে বিএনপির এ পদযাত্রা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎভাবে প্রথমবারের মতো এ কর্মসূচি পালন করছে সমমনা ৩৬টি দল। পূর্বঘোষিত বিএনপির সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রায় রাজবাড়ীতেও বিএনপির নেতাকর্মীরা পার্টি অফিসে জড়ো হতে থাকেন। কথা ছিল বিএনপির খৈয়ম গ্রুপ ও আসলাম-হারুন গ্রুপ এক হয়ে পদযাত্রায় অংশ নেবে। তবে বিএনপির পার্টি অফিসে প্রথম থেকেই আসলাম-হারুন গ্রুপের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরবর্তীতে খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে পার্টি অফিসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সে সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খৈয়ম গ্রুপের আফছার আলী সরদার, যুবদল নেতা কাউন্সিলর সম্রাটসহ ৪ থেকে ৫ জন আহত হন। এর আধা ঘণ্টা পর খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপির পার্টি অফিস দখল করতে আসে। সে সময় পুনরায় খৈয়ম গ্রুপ ও আসলাম-হারুন গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ অবস্থা বেগতিক দেখে আসলাম-হারুন গ্রুপের নেতাকর্মীরা পিছু হটে। খৈয়ম গ্রুপ পার্টি অফিস দখলে নেয়। সে সময় উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। তবে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে তেমন ভূমিকা পালন করতে দেখা যায়নি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহারুন-উর রশিদ বলেন, সারা দেশের মতো আজ রাজবাড়ীতে ‘এক দফা, এক দাবি’ আদায়ের জন্য পদযাত্রা ছিল। এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি। আমরা পদযাত্রা করার জন্য পার্টি অফিসে জড়ো হতে থাকি। কিন্তু খৈয়ম গ্রুপের লাঠিয়াল বাহিনী এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের সদর উপজেলার বিএনপি নেতা আবুল হোসেন গাজীসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।

রাজবাড়ীর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীতে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে বিএনপির একাংশ। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পদযাত্রায় অংশ নিতে পার্টি অফিসে নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারা আমাদের পার্টি অফিসে ঢুকতে দেয়নি। তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুবদল নেতা সম্রাটসহ আমাদের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, আজকে বিএনপির পদযাত্রা ছিল। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় হতে হবে : দুলু

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল

রিশাদের জন্য সুখবর!

সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

বিয়ে নিয়ে যা বললেন সুনেহরাহ

নিয়ম যখন নিয়ম ভাঙার লাইসেন্স হয়ে ওঠে

যে কারণে দাভোস সম্মেলনে সানগ্লাস পরে বক্তব্য দিলেন মাখোঁ

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

গণভোট নিয়ে অবস্থান জানাল বিএনপি

১০

নতুন পে স্কেল অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করল কমিশন?

১১

ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ করে দিল সরকার

১২

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ : মেয়র শাহাদাত

১৩

বছরে ১০-২০টি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে উত্তর কোরিয়া

১৪

র‍্যাঙ্কিংয়ে নতুন রাজার নাম ঘোষণা করল আইসিসি

১৫

খালেদা জিয়া বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন : ড. মোশাররফ

১৬

এ সপ্তাহের হলি-ওটিটি

১৭

শরীয়তপুরের ৩টি আসনে নুরুদ্দিন অপুসহ ২১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৮

অপ্রতিরোধ্য বাংলাদেশ, শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল আজ 

১৯

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

২০
X