ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অতিরিক্ত তাপপ্রবাহে অসুস্থ হয়ে যুবদলের সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমীন সরকার (৪০) মারা গেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় পদযাত্রা কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. রুহুল আমীন সরকার সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন জানান, রুহুল আমীন সরকার যুবদলের সক্রিয় নেতা। তিনি আমাদের সঙ্গে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ সময় নগরীর চরপাড়া এলাকায় পদযাত্রাটি পৌঁছালে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
মন্তব্য করুন