আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:৩৬ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিতে সৌন্দর্যের পসরা সাজিয়েছে গাঢ় বেগুনি রঙের জারুল

দৃষ্টিনন্দন জারুল ফুল। ছবি : কালবেলা
দৃষ্টিনন্দন জারুল ফুল। ছবি : কালবেলা

শুধু বসন্ত নয়, গ্রীষ্মেও বাংলার প্রকৃতিতে দেখা যায় নানারকম মন জুড়ানো ফুলের সমারোহ। এসব ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন নানা বয়েসী মানুষ। গ্রীষ্মের তপ্ত প্রকৃতিও এসব ফুলের সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে।

গাঢ় বেগুনি রঙে মনমাতানো ফুলে পসরা সাজিয়েছে জারুল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সবুজ প্রকৃতিতে গ্রীষ্মের এই খরতাপের মধ্যেই গাঢ় বেগুনি রঙে মনমাতানো ফুলে পসরা সাজিয়েছে জারুল। পথের ধারে ও বাগানে জারুল ফুলের নয়নাভিরাম এ দৃশ্যে তপ্ত প্রকৃতি যেন নৈসর্গিক সৌন্দর্যে রূপ নিয়েছে।

মন হরণ করা সৌন্দর্যের কারণে বাংলা কবিতায়ও স্থান করে নিয়েছে জারুল। প্রকৃতির কবি জীবনানন্দ দাশও জারুলের প্রেমে পড়ে কবিতায় জারুলকে তুলে এনেছেন এভাবে, ‘এই পৃথিবীতে এক স্থান আছে- সবচেয়ে সুন্দর করুণ/ সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নাম: কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ।’

তিনি আরও লিখেছেন, ‘ভিজে হয়ে আসে মেঘ দুপুরের চিল একা নদীটির পাশে, জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে।’

জানা গেছে, জারুলের বাকল মসৃণ। এর রং ধূসর। এর ফুল গাঢ় বেগুনি। জারুল কাঠ শক্ত ও মসৃণ। এর কাঠ লালচে রঙের হয়। জারুল কাঠ দিয়ে পানির নিচেও কাজ করা যায়। এ গাছের উচ্চতা ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত হতে পারে। জারুলের বৈজ্ঞানিক নাম লেজারস্ট্রমিয়া স্পেসিওজা। বৈজ্ঞানিক এ নামের প্রথমাংশ অন্যতম তরু অনুরাগী সুইডেনের লেজারস্ট্রমের নাম থেকে। আর স্পেসিওজা একটি ল্যাটিন শব্দ, যার অর্থ সুন্দর। এই গাছটির আদি নিবাস চীন, শ্রীলঙ্কা, মালয় ও বাংলা-ভারতের জলাভূমি অঞ্চল। ইংরেজিতে এই গাছকে ‘প্রাইড অব ইন্ডিয়া’ বলা হয়। তবে এটিকে বাংলার চেরিও বলা হয়।

প্রকৃতিতে সব সৌন্দর্য মেলে ধরেছে জারুল ফুল।

সরেজমিনে দেখা গেছে, বৈশাখের তপ্ত আবহাওয়াতেও কুমিল্লা-মিরপুর সড়কের পাশে, উপজেলার অন্যান্য সড়ক ও কিছু এলাকায় ঝাড়লণ্ঠনের মতো গুচ্ছ গুচ্ছ হয়ে গাঢ় বেগুনি রঙের মনকাড়া রূপে পসরা সাজিয়ে রেখেছে জারুল। এ ফুলের নমনীয় পাপড়ির কোমলতা, দৃষ্টিনন্দন বর্ণচ্ছটায় তপ্ত বৈশাখেও যেন মনে প্রশান্তি এনে দেয়। জারুলের নয়নাভিরাম দৃশ্য নজর কাড়ছে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের। ফুলের প্রেমে বিহ্বল হয়ে কেউ কেউ ফুলের সঙ্গে তুলছেন সেলফি। প্রস্ফুটিত এসব ফুল মোবাইল ফোনে বন্দি করছেন নানা শ্রেণিপেশার মানুষ।

স্থানীয় বাসিন্দা জিহাদুল ইসলাম বলেন, গ্রামবাংলায় জারুল একটি অতিপরিচিত নাম। প্রতি গ্রীষ্মে এই গাছে প্রকৃতিকে মাতিয়ে ফুল ফোটে। জারুল ফুল দেখতে বেশ সুন্দর। সবুজ প্রকৃতিতে জারুল ফুলের উপস্থিতি ফুলপ্রেমীদের আকৃষ্ট করে। এটি যে কোনো জায়গায় এমনি এমনিতেই জন্মায়।

স্থানীয় আরেক বাসিন্দা আবদুল মতিন বলেন, এই অঞ্চলের মানুষের কাছে জারুল একটি পরিচিত নাম। এ গাছের ফুল প্রতি বৈশাখ এলেই ফোটে। এ গাছের কাঠ শক্ত ও টেকসই। এ গাছের কাঠ এক সময় গৃহস্থালি কাজে ব্যবহৃত হতো। এর কাঠ শক্ত হওয়ার কারণে লাঙল, নৌকা, খুঁটি ও ঘরের নানা ধরনের আসবাবপত্র তৈরিতেও ব্যবহৃত হতো। তবে এ গাছটি আগের মতো আর দেখা যায় না।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক সোহেল রানা কালবেলাকে বলেন, প্রতিটি সৃষ্টির মধ্যেই মানুষের কোনো না কোনো কল্যাণ রয়েছে। জারুলসহ প্রতিটি গাছ ও উদ্ভিদ মানুষের কল্যাণেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। জারুল ফুল এই সময়টাতে ফোটে। এই ফুলের মনোহর সৌন্দর্যে আকৃষ্ট না হওয়ার কোনো উপায় নেই। তবে এ গাছ শুধু সৌন্দর্যবর্ধনই করে না, এর রয়েছে ভেষজ গুণ। এর বীজ, ছাল ও পাতা ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এ ছাড়াও জ্বর, কাশি, অনিদ্রা ও শারীরিক বিষন্নতায় জারুলের ভূমিকা অপরিহার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X