খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লোকালয় থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ঔষধি বাড়িতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, মো. আতাউর রহমান লস্কর অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বানরটি অবমুক্ত করেন।
অবমুক্ত করার মাধ্যমে আবারও নিজের আবাসস্থল বনে ফিরে যায় বিপন্ন প্রজাতির এই লজ্জাবতী বানরটি।
অবমুক্তকালে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা রেঞ্জের ফরেস্টার তৌহিদুর রহমান লিটন, ফরেস্টার মো. মনির হোসেন, ফরেস্টার আহসানুজ্জামান, ফরেস্টার শাহনুর ররহমান ও ফরেস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে দুপুরের দিকে উপজেলার বড়নাল এলাকা থেকে বানরটি উদ্ধার করে নিয়ে আসেন মাটিরাঙ্গা রেঞ্জের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর বলেন, সকালের দিকে বড়নাল এলাকার মোটরসাইকেল চালক সুমন লজ্জাবতী বানরটিকে লোকালয়ে দেখতে পান। পরে সুমনসহ কয়েকজন মিলে বানরটিকে আটক করে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে মাটিরাঙ্গা বন বিভাগের কর্মকর্তারা বানরটি উদ্ধার করে বন বিভাগের ঔষধি বাড়িতে অবমুক্ত করেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে এসে স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।
প্রসঙ্গত, গেল ১০ মাসে চারটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছে মাটিরাঙ্গা রেঞ্জ।
মন্তব্য করুন