শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৫৪ দিনেও উদ্ধার হয়নি অপহৃত রূপন্তী

অপহৃত ছাত্রী রূপন্তী সাহা। ছবি : কালবেলা
অপহৃত ছাত্রী রূপন্তী সাহা। ছবি : কালবেলা

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে রূপন্তী সাহা নামের এক শিক্ষার্থীকে অপহরণের ৫৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহরণের এতদিন পরও মেয়ের কোনো খোঁজ না পেয়ে শোকে স্তব্ধ পরিবার। মেয়েকে উদ্ধারে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ পরিবারের।

এর আগে গত ২৪ মার্চ রাতে ঘর থেকে বের হলে তাকে মাইক্রোবাসযোগে তুলে নিয়ে যায় আবিরসহ ৭/৮ জন। পরের দিন ২৫ মার্চ অপহৃত শিক্ষার্থীর বাবা উত্তম কুমার সাহা বাদী হয়ে আমিনপুর থানায় অপহরণ মামলা করেন।

অপহৃত রূপন্তী সাহা পুরান ভারেঙ্গা ইউনিয়নের হরিনাথপুর এসএসডি মডেল হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে। ফলাফলে জিপিএ- ৪ দশমিক ৮৯।

এজহার সূত্রে জানা গেছে, পাবনার বেড়া উপজেলার আমিনপুরের পুরান ভারেঙ্গার হরিনাথপুর গ্রামের উত্তম কুমার সাহার মেয়ে রূপন্তী সাহা হরিনাথপুর এসএসডি মডেল হাইস্কুল থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্কুলে পড়াশোনা অবস্থায় জাতসাখিনী ইউনিয়নের নন্দিয়ারা (বড়বাড়ি) গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আবির নামের একটি ছেলে রূপন্তীকে বিভিন্ন সময়ে নানাভাবে প্রেমের প্রলোভন ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়।

মেয়েটি তার বাবা উত্তম কুমার সাহাকে বিষয়টি জানালে তিনি আবিরের বাসায় গিয়ে বিষয়টি জানান। পরে আবির মেয়েকে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত মাসের (২৪ মার্চ) রাত ১টার দিকে ঘর থেকে বাইরে বের হলে রূপন্তীকে আবিরসহ ৭/৮ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিনপুর থানায় আবিরসহ পাঁচজনের নামে অপহরণ মামলা করা হয়েছে।

রূপন্তীর মা ফাল্গুনী সাহা কালবেলাকে বলেন, মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেও বিষাদে দিন কাটছে আমাদের। আসলে পূর্ব পরিকল্পিতভাবে মেয়েকে অপহরণ করা হয়েছে। ছেলের মা ও বাবা এর সঙ্গে জড়িত রয়েছে। পুলিশ আমাদের কোনো সহযোগিতা করছে না। আমার মেয়েকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পুলিশের প্রতি আহ্বান জানাই।

রূপন্তীর বাবা উত্তম কুমার সাহা বলেন, দীর্ঘ এক মাস ২৪ দিন অতিবাহিত হলেও মেয়েকে পাইনি।। থানায় মামলা করলেও মেয়েকে উদ্ধার করা তো দূরের কথা একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ আসামিদের পক্ষে কাজ করছে। পুলিশ শুধু আশ্বাস দিয়েই দায় সেরে যাচ্ছে। আমি মেয়েকে উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। আমার মেয়ে জীবিত আছে না মেরে ফেলছে তার কিছুই বলতে পারছি না। মামলার তদন্তেরও কোনো অগ্রগতি নেই।

আমিনপুর থানা ওসি হারুনর রশীদ কালবেলাকে বলেন, এ ঘটনায় অপহরণ মামলা করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে আমাদের অভিযান চলছে। আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয় সম্পর্কে পরে জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক দল মোহাম্মদপুর-ভাটারা থানার কার্যক্রম স্থগিত

মাঠের বাইরেও ‘এল ক্লাসিকো’!

চট্টগ্রামে চিন্ময়ের জামিনের প্রতিবাদে বিক্ষোভ

ট্রাম্পের ঘোষণার পরই কমেছে সোনার দাম

রাবি অ্যালামনাই নির্বাচনের তপশিল না দিলে লংমার্চ করা হবে : ড. হেলাল

সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় অভিনব প্রতিবাদ

পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা

এনপিসিবিএলের সঙ্গেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব

১০

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার, হাসপাতালে মা 

১১

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা’

১২

আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ 

১৩

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১৫

আন্দোলন সংগ্রাম শেষ, এখন দেশ গড়ার সময় : আমীর খসরু

১৬

মামলা না নেওয়ায় ওসিকে জজকোর্টের পিপির হুমকি

১৭

‘আ.লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয়’

১৮

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

১৯

শেখ হাসিনার ফাঁসি চাই কি না, জনগণের কাছে সার্জিসের প্রশ্ন

২০
X